শিক্ষিকাকে গলা কেটে হত্যা, স্বামী আটক
বান্দরবানের লামা উপজেলায় আজ শুক্রবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন নিহতের স্বামী থোয়াইশৈমং মারমাকে (৩৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত মাইক্যাচিং মারমা (২৮) লামা পৌর এলাকার স’মিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, লামা পৌর এলাকার বাজারপাড়ার বাসভবন থেকে আজ শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন শিক্ষিকার মাইক্যাচিং মারমার গলা কাটা লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোকজন তাঁর স্বামী থোয়াইশৈমং মারমাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতের স্বামী কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠকর্মী থোয়াইশৈমং মারমা হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।