শরীয়তপুরের হাওর থেকে মৎস্যজীবীর লাশ উদ্ধার
শরীয়তপুর পৌরসভার চরপালং হাওর থেকে ভাসমান অবস্থায় বিহুদার হালদার মিন্টু (৪২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, এলাকাবাসী শুক্রবার সকালে পৌরসভার চরপালং হাওরে ভাসমান অবস্থায় মিন্টুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেন। পুলিশ হাওর থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বিহুদার হালদার মিন্টুর বাড়ি মাদারীপুর জেলার ডাসার থানাধীন দক্ষিণ চলবল।
ওসি আরো জানান, উদ্ধারের সময় মিন্টুর সঙ্গে বড়শি ও মাছ পাওয়া গেছে। মিন্টু মৎস্যজীবী ছিলেন। এক বছর ধরে শরীয়তপুরের বিভিন্ন খালবিলে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি সকালে মাছ ধরতে শরীয়তপুরে আসতেন, সন্ধ্যায় মাদারীপুর নিজ বাড়িতে চলে যেতেন।