মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও জেলার হরিপুরে বুধবার রাতে সাপের ছোবলে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, নিহত রিপন (১৫) হরিপুর উপজেলার রণহাট্টা গ্রামের একরামুল হকের ছেলে। রিপন রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, বুধবার রাতে সহপাঠীদের সঙ্গে মাছ ধরতে যায় রিপন। সড়ক থেকে খালের পানিতে নামার সময় রিপনকে একটি বিষাক্ত সাপ ছোবল দেয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেয় ওই ওঝা। পরে হরিপুর হাসপাতালে নেওয়ার পথে রিপন মারা যায়।