কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে বিভিন্ন সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলা জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোশাররফ হোসাইন, খোকসা পৌর জামায়াতের সভাপতি ও কাউন্সিলর আবদুর রাজ্জাক, জামায়াতের কর্মী আক্কাস আলী ও শিবিরকর্মী সুজন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ অধ্যাপক ফরহাদ হোসাইন ও মোশাররফ হোসাইনকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই সময়ে খোকসা থানা পুলিশ আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সদর থানার জগতি এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া দৌলতপুর থানা পুলিশ আক্কাস আলীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু বক্কর সিদ্দিক বলেন, দেশব্যাপী নাশকতা করতে পারে—এমন আশঙ্কায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।