ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে চারজন নিহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ মঙ্গলবার দুপুরে পৃথক ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (৪৩), রবিউল (২৮), আবদুল জব্বার (৪৫) ও আবু সাঈদ (১৩)। তাঁদের সবার বাড়ি রাণীশংকৈল উপজেলার জগদল ও আলসে গ্রামে।
পুলিশ জানায়, দুপুরে নুরুল, রবিউল, জব্বারসহ ১০ জন বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি এলাকার একটি আমবাগানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে রবিউল মারা যান। আহতদের বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান।
এদিকে রাণীশংকৈলের আলসে গ্রামে খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর আবু সাঈদ মারা যায়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসাব্বেরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।