চাঁদপুরে শ্রমিকদের ধর্মঘটে লঞ্চ চলাচল বন্ধ
নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের কর্মবিরতির জন্য আজ বুধবার চাঁদপুর থেকে অন্য কোনো রুটে লঞ্চ চলাচল করছে না।
নৌযান শ্রমিক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম হোসেন জুয়েল জানান, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌ শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে নৌযান কর্মচারীদের ডাকা ধর্মঘটের অংশ হিসেবে সারা দেশের মতো চাঁদপুরেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে যাঁরা দূর-দূরান্ত থেকে এসেছেন, তাঁদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।