লক্ষ্মীপুরে খেলা দেখতে গিয়ে চাল ভেঙে আহত ২০
লক্ষ্মীপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে কলেজের সেমি পাকা ঘরের টিনের চাল ভেঙে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার জনতা ডিগ্রি কলেজ মাঠে হাজি আবদুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে আজ বিকেলে হাজি আবদুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এ সময় অসংখ্য দর্শক কলেজের একটি সেমি-পাকা ঘরের চালে বসে খেলা দেখছিল। একপর্যায়ে দর্শকের চাপে টিনের চালটি ভেঙে পড়লে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মনোয়ারা বেগম, নুরুন নাহার, অপি, মনির হোসেনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন।
কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম খান জানান, অসংখ্য দর্শকের চাপে কলেজের শ্রেণিকক্ষের সেমিপাকা টিনের ঘরের পুরোটা ভেঙে পড়েছে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।