মাটিতে পড়ে থেকে আসামির মৃত্যু!
পুলিশ ধাওয়া দিলে দৌড়াতে গিয়ে পড়ে যান শহিদুল ইসলাম। মাটিতে পড়েই থাকেন তিনি। পুলিশ আর তাঁকে গ্রেপ্তার করতে কাছে যায়নি। ফিরে চলে যায় থানায়। প্রায় এক ঘণ্টা ধরে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম (৪৫) শহরের বাগানপাড়ায় থাকতেন। তিনি মাদক মামলার আসামি ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশের চার সদস্য স্টেশন এলাকায় শহিদুলসহ তিনজনকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও মাটিতে পড়ে যান শহিদুল। কিন্তু পুলিশ তাঁকে আটক না করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ঘণ্টাখানেক এভাবে পড়ে থাকার পর স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার হাসনাত পারভেজ জানান, শহীদুল পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শহিদুলের পরিবার জানিয়েছে, এর আগে তিনি তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের ধাওয়ায় মৃত্যু হওয়ায় আইনগত ব্যবস্থা নেবে কি না তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তাঁরা।
জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই ) আমির আব্বাস বলেন, শহিদুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জাল টাকা ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। তাঁর নেতৃত্বে ডিবি পুলিশ একটি দল তাদের ধাওয়া করে।
শহিদুলের মাটিতে পড়ে যাওয়ার কথা স্বীকার করলেও তাঁর মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।