ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ, বাবা ও সৎ ভাই আটক
ঠাকুরগাঁও সদর উপজেলায় ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রফিকুলের বাবা ও সৎ ভাইকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল এলাকার দবিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দবিরুল ও তাঁর দ্বিতীয় ঘরের ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ভূষণচন্দ্র জানান, ৩০ বছর আগে প্রথম স্ত্রী জাহেদা বেগমের সঙ্গে বিচ্ছেদ হয় দবিরুলের। ওই ঘরে রফিকুলসহ দুই মেয়ের জন্ম হয়। মায়ের সঙ্গে বিচ্ছেদ হলেও বাবা, সৎ মা ও ভাইবোনদের সঙ্গে বসবাস করে আসছিলেন রফিকুল।
এদিকে প্রায়ই নানা কারণে রফিকুলের সঙ্গে সৎ মা ও তাঁর সৎ ভাইবোনদের ঝগড়া হতো। এরই একপর্যায়ে গতকাল বিকেলের দিকে নিজ ঘর থেকে রফিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরতহাল রিপোর্টে নিহতের কোমরের নিচে আঘাতের দাগ ও প্রচুর পরিমাণে রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে তারা।