লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির গ্রেপ্তার
লক্ষ্মীপুর পৌর জামায়াতে ইসলামীর আমির শামছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকা থেকে শামছুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ আটটি মামলা রয়েছে।’