চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১
চুয়াডাঙ্গার জীবননগর শহরে আশতলাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি শাটারগান, তিনটি এয়ারগান, বন্দুকের বাটসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ এ অভিযান চালায়। ওই বাড়ির মালিক জহুরুল ইসলামকে (৫৬) আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সাংবাদিকদের এসব তথ্য দেয় জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় জীবননগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জহুরুল ইসলামের বাড়িতে অস্ত্র তৈরি করা হয় এবং সেখানে বেশ কিছু আগ্নেয়াস্ত্র রয়েছে। আমরা ওই সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি শাটারগান, তিনটি এয়ারগানসহ ২৪ প্রকার আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জাম আটক করি। এ সময় জহুরুল ইসলামকেও আটক করা হয়। জহুরুল ইসলাম একজন ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর।’
পুলিশ আরো জানায়, জহুরুলের দাবি তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র মেরামতকারী। এলাকার বিভিন্ন লোকজন তাঁর কাছে এয়ারগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করতে দেয়। তবে তাঁর সরকার অনুমোদিত কোনো লাইসেন্স নেই। তিনি আরো বলেন, উদ্ধারকৃত সরাঞ্জাম দিয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করা যায় কি না জানি না। তবে ওই সব সরঞ্জামাদি দিয়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করা যায় এবং আমি তা সরল বিশ্বাসেই করতাম।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।