ঈদের আগেই গাইবান্ধার সঙ্গে রেলযোগাযোগ পুনরায় চালু : মন্ত্রী
ঈদের আগেই গাইবান্ধার সঙ্গে রেলযোগাযোগ পুনরায় চালু হবে বলে আশ্বাস দিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলপথ মেরামতের কাজ দিনরাত চলছে। ঘরমুখী মানুষের দুর্ভোগ যাতে লাঘব হয় সে জন্য সবই করছি। আশা করা যায়, আর যদি কোনো বন্যা না হয় তাহলে আগামী ঈদের আগেই রেল চালু করা সম্ভব হবে।’
আজ শুক্রবার গাইবান্ধার বাদিয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশ্বাস দেন। তিনি বলেন, ‘যদি কোনো দুর্যোগ না হয় তাহলে ঈদের আগেই এ রেলপথে যাতায়াত করা সম্ভব হবে।’
জেলা প্রশাসক আবদুল মতিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বন্যার পানির প্রবল চাপে ১৬ জুন থেকে গাইবান্ধাসহ উত্তরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ পথে চলাচল করা যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।