যশোরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত
যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আজ শনিবার একটি মামলায় সাক্ষ্য দিয়ে যশোর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, যশোর-খুলনা মহাসড়কের আকিজ জুটমিলের সামনে আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি ট্রাক মোজাম্মেল হকের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান মোজাম্মেল হক।
নিহত এএসআই মোজাম্মেল হক খুলনার তেরখাদা থানায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।