মেঘনার ভাঙনে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ২০০ মিটার বিলীন
মেঘনার ভয়াবহ ভাঙনে চাঁদপুরের পুরান বাজারের হরিসভা এলাকায় শহর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকাসহ পাঁচটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হরিসভা এলাকার রাস্তাসহ আশপাশের অনেকটা এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
শনিবার রাত ৯টা থেকে এ ভাঙন শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত ২০০ মিটার ভেঙে গেছে। ভাঙন এলাকার গভীরতা ৮ থেকে ১০ মিটার। এ ভাঙনের ফলে হরিসভা মন্দিরসহ চারটি মন্দির এবং মন্দিরসংলগ্ন একটি বিরাট আবাসিক ও বাণিজ্যিক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আকস্মিক নদীভাঙনের খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, স্থানীয় কাউন্সিলর মো. আলী মাঝি, পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদ হোসেন, হরিসভা মন্দির কমিটি, লোকনাথ মন্দির কমিটির লোকজনসহ শতশত আতঙ্কিত মানুষ সেখানে ছুটে যান।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ এবং সিসি ব্লক ফেলা হচ্ছে।
প্রায় দুই বছর আগেও আরেক দফা ভাঙনের শিকার হয় হরিসভা এলাকা। প্রতিবারই পাউবো ভাঙন ঠেকাতে কংক্রিট সিমেন্ট ব্লক ফেলে শহর রক্ষা বাঁধের কাজ করেছেন। এবার আবারও সেখানে ভাঙন শুরু হওয়ায় হরিসভা, মধ্যশ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকাটি এখন মারাত্মক ভাঙনের হুমকির সম্মুখীন। লোকজন আতঙ্কে দিনরাত কাটাচ্ছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও স্থানীয়রা সরকারের কাছে স্থায়ীভাবে এ এলাকা রক্ষার জন্য অবিলম্বে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।