চুয়াডাঙ্গায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের প্রচার সভা
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সামনে রেখে প্রচারমূলক জেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়।
আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।
সিভিল সার্জন আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রেজাউল করিম।
সভায় জানানো হয়, আগামী ১৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী এক লাখ ৩৩ হাজার ৩৫১ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।