কুমারখালীতে সরকারি কার্যালয়ে চুরি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একই রাতে একটি সরকারি কার্যালয় ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা রিসোর্স সেন্টার (প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র) ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলা রিসোর্স সেন্টারের কার্যালয় থেকে একটি রাউটার মেশিন ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রজেক্টসহ নগদ পাঁচ হাজার টাকা ও টাকা ভর্তি দুটি মাটির ব্যাংক চুরি হয়েছে। এ ছাড়া স্কুলের অফিস কক্ষের বিভিন্ন আলমারি ও টেবিলের ড্রয়ারে থাকা কাগজপত্র তছনছ করা হয়েছে।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান জানান, চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার তাগিদ দেওয়া হলেও কেউ মামলা করতে আসেননি।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, মামলার দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।