সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, পৌনে তিন ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
টাঙ্গাইলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এর প্রায় পৌনে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে এই পথে সব ধরনের ট্রেন চলাচল করছে।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগ মুহূর্তে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ‘চ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, স্থানীয় যন্ত্রপাতি দিয়ে ট্রেনের চাকা লাইনে ওঠানো হলে পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।