পরিকল্পনার অভাবে সড়কে দুর্ভোগে যাত্রীরা : ফখরুল
যোগাযোগ ব্যবস্থায় পরিকল্পনার অভাবে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা মহাসড়কে মহাদুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো অভিযোগ করেন, সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।
আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় মহাসড়কে যানজট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘মূল সমস্যা হলো পরিকল্পনার অভাব। আরেকটি বিষয় হলো, চাঁদাবাজি। এ সময়ে চাঁদাবাজির পরিমাণ এত বেড়ে যায় যে সব গাড়ি-ঘোড়া চলতে পারে না। এ ছাড়া কোরবানির পশু নিয়ে যে ট্রাকগুলো যায়, সেগুলো চাঁদাবাজির শিকার হয়। সব মিলিয়ে এই ব্যাপারটিকে যেভাবে দেখা উচিত, অনেক আগে থেকে পরিকল্পনার মধ্য দিয়ে সেটা করা হয় না দেখেই এ অবস্থার মধ্যে পড়তে হয়।’
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে ক্ষমতায় টিকে থাকতেই সব অনৈতিক কাজ করছে।’
কাশ্মীর প্রসঙ্গে উভয়পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে কাশ্মীরের জনগণের স্বার্থ ঠিক রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।
পরে দেশবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।