ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টায় মহাসড়কের ভাদুঘর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন মারা যান।
নিহত একজনের নাম শিপন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।