বাগেরহাটে প্রযুক্তিবিষয়ক কর্মশালা
বাগেরহাট পৌরসভায় ডিজিটাল তথ্যকেন্দ্র উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও পরিচালনাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত এ সভার উদ্বোধন করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য দেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর তানিয়া খাতুন, সরদার লিয়াকত আলী প্রমুখ। কর্মশালায় পৌর কাউন্সিলর, পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মশালার শুরুতে পৌর মেয়র খান হাবিবুর রহমান ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন তথ্যকেন্দ্র উন্নয়নে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেন। স্বাক্ষরের আওতায় পৌর তথ্যকেন্দ্রে কম্পিউটার, প্রিন্টার ও মডেম হস্তান্তর করা হয়।