চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিহাব নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
সিহাব শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির মো. জাকির হোসেনের ছেলে। সে টামটা দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
মৃত সিহাবের চাচা সাইফুল ইসলাম দুলাল জানিয়েছেন, ঈদের কয়েক দিন আগে সিহাব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপালাতে পাঠায়। সেখানেও তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে চিকিৎসক তাকে ঢাকায় আনার পরামর্শ দেন।
ঢাকায় নেওয়ার পথে গতকাল বিকেলে তার মৃত্যু হয়। রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।