নড়িয়ায় নসিমন চালকের লাশ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় সোহাগ মৃধা (৩৭) নামের এক নসিমন চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সুরেশ্বর গ্রামের আলাউদ্দিন হাওলাদারের বাড়ির ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে নড়িয়া থানা পুলিশ।
সোহাগ নড়িয়া উপজেলার পাচগাঁও গ্রামের মৃত খলিল মৃধার ছেলে।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে একই উপজেলার পাঁচগাঁও গ্রামের বাড়ি থেকে বের হন নসিমন চালক সোহাগ মৃধা। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মিলেনি।
আজ দুপুরে স্থানীয়রা সুরেশ্বর গ্রামের আলাউদ্দিন হাওলাদারের বাড়ির ডোবায় লাশ ভাসতে দেখে নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।