শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন
শেরপুরে বড় ভাইয়ের রামদায়ের কোপে নিহত হয়েছেন ছোট ভাই সাইফুল মালেক সুজন (৩৫)। গতকাল শুক্রবার রাতে জেলা সদরের সাপমারীর হাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে সুজনের সঙ্গে তার বড় ভাই শহিদুল ইসলাম মণ্ডলের বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার রাতে হঠাৎ দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই শহীদুল রামদা দিয়ে কোপ দিলে সুজন গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম এনটিভি অনলাইনকে জানান, হাওড়া গ্রামের হাজি জব্বার মিয়ার ছেলেদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এর জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ।