ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় নেই ইলিশ
জাতীয় মাছ ইলিশের রাজধানী হিসেবে পরিচিত চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ভরা মৌসুমেও মিলছে না ইলিশের দেখা।
ঝাঁকে ঝাঁকে চকচকে রূপালি ইলিশ যখন জেলেদের জালে ধরা পড়ার কথা, যে সময় জাল আর মাছ নিয়ে নদীতে সদা ব্যস্ত থাকার কথা জেলেদের, সে সময়ে পদ্মা-মেঘনায় প্রত্যাশিত ইলিশের দেখা না মিললেও সাগর ও দক্ষিণাঞ্চলের নদীগুলোতে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে।
আর সেই ইলিশে এখন সরগরম চাঁদপুরের মাছঘাট। মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জামাল হোসেন জানান, নোয়াখালীর হাতিয়া, ভোলা, মনপুরা, বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুরের মাছঘাটের আড়তগুলোতে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার মণ ইলিশ নদী ও সড়ক পথে আমদানি করা হয়।
এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশের মূল্য এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের মূল্য ৯০০ থেকে এক হাজার টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের মূল্য ৫৫০ থেকে ৬০০ টাকা দরে পাইকারি বিক্রি হয়। পরে এখান থেকে মাছগুলো প্যাকেটজাত করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হয়।