ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ির আসার ৬ ঘণ্টার মধ্যে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমাইয়া ইয়াসমীন (৩১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
সুমাইয়া ইয়াসমীন উপজলার ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা গ্রামের কামাল ঢালীর স্ত্রী।
সুমাইয়ার স্বামী মো. কামাল হোসেন ঢালী জানান, সপরিবারে তাঁরা ঢাকায় বসবাস করতেন। ঈদের কয়েক দিন আগে নিজ বাড়িতে আসেন। গত শনিবার তাঁর স্ত্রী সুমাইয়ার জ্বর হলে তাঁকে প্রথমে ডামুড্যা হ্যাপি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর তাঁকে পাশের আলী আজম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দিয়ে একটু সুস্থ হলে গতকাল সোমবার রাত ৯টা সাড়ে ৯টার দিকে বাড়ি নিয়ে আসেন। রাত আনুমানিক ৩টার দিকে সুমাইয়া মারা যান।
শরীয়তপুরের সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩২৪ জন। ৫৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ২৯ জন শরীয়তপুর সদর হাসপাতালে। বাকিরা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’