চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গুর কবলে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন।
গতকাল মঙ্গলবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চাঁদপুরে আক্রান্ত হয়েছেন ছয়জন ও বাকি ১০ জন ঢাকায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আনোয়ারুল আজিম আরো জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪০ জন। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ, ১০ নারী ও পাঁচ শিশু রয়েছে।
গত ৭ জুলাই থেকে ২০ আগস্ট বিকেল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে ৫৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ১৬৪ রোগীকে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৭ জন।