শরীয়তপুরে ভেজাল নারকেল তেলের কারখানার সন্ধান, আটক ২
সয়াবিন তেলে সামান্য নারিকেল তেল ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল নারিকেল তেল। বোতলের গায়ে নামিদামি প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে এসব তেল বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদাম সংলগ্ন ইলিয়াস হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ভেজাল তেল তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় ওই কারখানা থেকে দুটি ড্রামে সয়াবিন তেল ও কেমিক্যাল মেশানো ১০০ কেজি নারিকেল তেল এবং এক হাজার ২০০ নকল প্যারাসুট তেলের বোতল জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দেওভোগ গ্রামের সুজন দাস (২৫) ও কাশিপুর গ্রামের বাবুল হাওলাদার (২৫)।
আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিন্টু মণ্ডল জানান, দুপুরে আংগারিয়া খাদ্য গুদাম সংলগ্ন ইলিয়াস হাওলাদারের বাড়িতে ভেজাল নারিকেল তেল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল তেল, প্যারাসুট তেলের খালি বোতল, কলম্বো তেলের স্টিকার জব্দ করা হয়। আটকক্রতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানান পরিদর্শক মিন্টু মণ্ডল।