ভেড়ামারায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, আটক ৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হাবিবুর (৪৫) ও বাবলু (৪৫) ও আজাবুল। তাঁদের মধ্যে হাবিবুর ও বাবলুর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর রাতেই তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাতে চাঁদগ্রামের মালিথা গ্রুপের আমির মালিথা এবং মণ্ডল গ্রুপের এনামুল মণ্ডলের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মালিথা গ্রুপের হবিবর ও বাবলু গুরুতর আহত হন।
আজ শনিবার সকালে আবারও উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেলসহ ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আজাবুলসহ আরো একজন আহত হন। তাদের ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বলেন, সকালে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।