৪ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা নেই!
দেশের ৮০ শতাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা চার থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে তাঁরা আজ শনিবার চুয়াডাঙ্গায় খুলনা বিভাগীয় সমাবেশ করেন।
বেলা ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভার তিন তলায় সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। সমাবেশে খুলনা বিভাগীয় ৩৬টি পৌরসভার প্রতিনিধিরা অংশ নেন।
পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কে জি এ মাহমুদ এবং উপদেষ্টা নুরুল হুদা ও রফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
বক্তারা বলেন, দেশের ৮০ শতাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা চার থেকে ১৮ মাস পর্যন্ত বেতন ভাতা পাচ্ছেন না। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্রাচুইটি শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ পেনশন প্রথা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।