ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, হেলপার নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বি-আখড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৪)। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি ওই বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে।
আহত ১৪ জনের মধ্যে নয়জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন বি-আখড়া এলাকায় জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে বাসটি উল্টে গিয়ে ১৫ জন আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর বাসের চালকের সহকারী ইউসুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।