যৌতুকের দাবিতে স্ত্রীকে লাঠিপেটা, গরম তেলে দগ্ধ
ঝিনাইদহে যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে পিটিয়েছেন এক স্বামী। এ সময় চুলার ওপর থাকা গরম তেলের কড়াইতে পড়ে গুরুতর দগ্ধ হয়েছেন ওই স্ত্রী। আজ শনিবার সকালে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামে এই ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর জানান, প্রায় ১২ বছর আগে ভালকী গ্রামের আবদুল মালেকের সঙ্গে শিমু খাতুনের (৩০) বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। কয়েকদিন আগে আবদুল মালেক স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলেন। কিন্তু শিমু খাতুন টাকা আনতে না পারায় আজ সকাল ১০টার দিকে রান্না করার সময় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন মালেক। এতে পাশে গরম তেলের কড়াইয়ের ওপর উপুড় হয়ে পড়ে যান শিমু। এতে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় শিমুকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক জানান, শিমুর শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়ে গেছে। জখম গুরুতর হওয়ায় যথাযথ চিকিৎসা না হলে মৃত্যুও হতে পারে তাঁর। সে জন্য উন্নত চিকিৎসার জন্য শিমু খাতুনকে বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আবদুল মালেক পলাতক বলে জানান ওসি। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।