ভেড়ামারায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
‘রক্ত দাও, জীবন বাচাঁও’ স্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনুভূতি।
‘অনুভূতি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১০টায় ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে র্যালি শেষে বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন অনুভূতির প্রধান পৃষ্ঠপোষক বাহাদুরপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মনিরুল ইসলাম মনি। অনুভূতির সভাপতি অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, এস এম রওনক প্রমুখ।
এ সময় সংগঠনের শিক্ষার্থী, প্রতিবন্ধী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দান করার উদ্দেশ্যে অনেকেরই রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়।