‘সেনা টহলে হামলা’, ‘গোলাগুলিতে’ নিহত ৩ ইউপিডিএফ সদস্য
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর হামলার পর পাল্টা অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান এনটিভি অনলাইনকে আজ সোমবার বলেন, ‘উপজেলার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে। দীঘিনালা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
এর আগে দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়। ‘স্ক্রল শিরোনাম’-এ সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই বিজ্ঞপ্তিটি পাঠান।
এতে বলা হয়, ‘খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউপিডিএফ প্রসীতপন্থি সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়, ৩ সন্ত্রাসী নিহত ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার—আইএসপিআর।’