প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ কেমন নৃশংসতা!
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নৃশংসভাবে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেধাবী ছাত্রীর স্তন কেটে দিয়েছে একই গ্রামের বখাটেরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট ইউনিয়নের রামপুরা গ্রামে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ এমন নৃশংস ঘটনায় বখাটে আশিক ও তার মাকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আশিকের জড়িত থাকার প্রমাণ পেয়েছি।’
স্কুলছাত্রীর এক আত্মীয় জানান, আশিকের একটি সন্ত্রাসী বাহিনী আছে। সে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। প্রেম না করলে তার বাপকেও মেরে ফেলার হুমকি দেয় সে। মেয়েটি ভয় না পেয়ে বাড়িতে গিয়ে হুমকির বিষয়টি তার পরিবারের সদস্যদের কাছে খুলে বলে এবং তার আত্মীয়স্বজনরা বিষয়টি আশিকের পরিবারকে জানায়।
ক্ষুব্ধ হয়ে আশিক গত রোববার রাতে তার এক সঙ্গীকে নিয়ে ওই ছাত্রীর ঘরের বেড়া ভেঙে মেয়েটির বুকে ছুরি চালিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ওই দুই বখাটে পালিয়ে যায়।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, মেয়েটিকে ৩২টি সেলাই দিতে হয়েছে।