আইএস নেই, দু-একজন দরদি থাকতে পারে : র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো স্ট্র্যাকচার নেই। আজ পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কয়েকবার বিদেশ থেকে এসে লোক সংগ্রহের চেষ্টা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়। হাজার মাইল দূরত্বে আইএসের দু-একজন (সিমপ্যাথাইজড) দরদি থাকতে পারে। কিন্তু কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘এমনকি কোনো বিদেশি শক্তি আজ পর্যন্ত বলেনি বাংলাদেশে আইএস আছে। এখন বাংলাদেশ থেকে কেউ নিজেকে আইএস পরিচয় দিলেই সেটা আইএস হয়ে যায় না।’
আজ রোববার বিকেল ৪টায় কুষ্টিয়া পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনায় ’৭১ চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বেনজীর আহমেদ।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এলিট ফোর্সের প্রধান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যা বা পুলিশ হত্যা, এসব যারা করছে তাদের পরিবারের সদস্যদের বলছি, আপনারা তাদের এই পথ থেকে ফিরিয়ে আনুন। না হলে আজকে তারা যেভাবে মানুষের অশ্রু ঝরাচ্ছে, এই কান্না একসময় আপনাদের পরিবারেও ফেরত আসবে।’
এ সময় বেনজীর আহমেদ, নাশকতাকারীদের সব ধরনের অপচেষ্টাকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
এ সময় পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং, র্যাব ১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মককর্তারা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী অস্থিরতা, অপকর্ম, অপচেষ্টা সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় প্রশাসনের সমন্বিত অভিযান তরান্বিত করতে দেশের বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে হেলিকপ্টারে করে র্যাবের ডিজি আজ দুপুরে কুষ্টিয়ায় পৌঁছান।