যশোরে বিএনপির ৫ নেতাকর্মী আটক
যশোরের অভয়নগর থানায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান রয়েছেন। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার একতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফারাজীকে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, শনিবার রাতে যশোর-খুলনা মহাসড়কের শ্মশানঘাট এলাকায় ঈগল পরিবহনের একটি বাসে কেরোসিনভর্তি বোতল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দুই বাসযাত্রী আহত হন। এ হামলায় জড়িত সন্দেহে ফারাজীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।