ভেড়ামারায় যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় পরানখালী আওড়ের বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্বৃত্তরা ওই যুবকের চোখ উপড়িয়ে, গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
গত শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এর পর রোববার সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মন্টু (৩৮) নামের ওই ব্যক্তির মোবাইল ফোনটি শনিবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল। সারা দিন পেশাগত কারণে বাইরে থাকায় সন্ধ্যায় পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনে খোঁজ করে তাঁকে পায়নি।
রোববার সকালে পরানখালী আওড়ের বিলে মন্টুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ সেখানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত মন্টু পার্শ্ববর্তী বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার আশীষ বিন হাসান জানান, পূর্বশত্রুতাজনিত কোনো কারণে তাঁকে হত্যা করা হতে পারে।
তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।