গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় লিমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
নিহত লিমন উপজেলার হরিণমারী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাইক্রোবাসসহ চালক নজরুল ইসলামকে (৩১) আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, গতকাল রাতে একটি মাইক্রোবাস ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে যাচ্ছিল। এ সময় পলাশবাড়ীর শিল্পী হোটেলের কাছে পৌঁছালে মাইক্রোবাসটি লিমনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে লিমনকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় তাঁর।