ধর্ষণ বন্ধ ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে স্থানীয় উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনটির সাবেক আহ্বায়ক লালসা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি কাজল বরণ ত্রিপুরা, ইয়েস প্রতিনিধি নিশি চাকমা, মানবাধিকার কর্মী নমিতা চাকমা, কৃষ্টি চাকমা, অরুণ কান্তি চাকমা, সাংবাদিক অপু দত্ত প্রমুখ।
এ ছাড়া এতে বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় নারীর প্রতি সহিংসতা কোনোভাবে রোধ করা যাচ্ছে না। নারী ও শিশুদের ধর্ষণ, যৌন নিপীড়ন, হত্যার মতো ঘটনা ঘটলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকেন। উল্টো ক্ষমতাসীন কিংবা রাজনৈতিক আশ্রয়ের কারণে আসামিরা পার পেয়ে যাচ্ছেন।
এ ছাড়া মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয়।