লক্ষ্মীপুরে লেগুনাচাপায় প্রাণ হারাল ছয় বছরের রূপা
লক্ষ্মীপুরের কমলনগরে লেগুনাচাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট উপকূল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহমিদা আক্তার রূপা (৬) মাতব্বরহাট এলাকার ফলকন গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশার চালক ফিরোজ আলমের মেয়ে। উপকূল কলেজসংলগ্ন মিয়াবাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত সে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল রূপা। পথে উপকূল কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা রূপাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন ও উপকূল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা সড়কের ওপর অবস্থান নিয়ে লেগুনা চলাচল বন্ধ করে দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করে। পরে এক ঘণ্টা চেষ্টার পর সড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।