দেশে নির্বাচন বলতে কিছু নেই : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে নির্বাচন বলতে কিছু নেই, নির্বাচন ব্যবস্থাটাই নেই বলা চলে।’ তিনি আরো বলেন, ‘রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নিবে কি না, তা ৭ তারিখের দলের পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত করা হবে।’
আজ মঙ্গলবার বিকেলে রংপুরে এসব কথা বলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের কবর জিয়ারত এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বিকেলে রংপুর নগরীর শালবনে যান বিএনপির মহাসচিব। তিনি শালবন মিস্ত্রিপাড়া কবরস্থানে মোজাফ্ফর হোসেনের কবর জিয়ারত করে তাঁর বাসায় যান। সেখানে মোজাফ্ফর হোসেনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতারা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা যে নির্বাচনের কথা বলছেন, এ দেশে নির্বাচন বলতে তো কিছু নেই। নির্বাচন ব্যবস্থাটাই নেই বলা যায়। এখানে (রংপুর) নির্বাচন হবে নিশ্চয়ই একটা, হয়তো আমরা অংশগ্রহণও করব। সে ব্যাপারে এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদের যে পার্লামেন্টারি বোর্ড আছে সে বোর্ডের মিটিং হবে ৭ তারিখে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সেটা আমাদের কাছে বড় কথা নয়। এ নির্বাচন তো বড় কথা নয়ই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মোজাফফর সাহেব গণতন্ত্রের একজন সংগ্রামী সৈনিক ছিলেন। গণতন্ত্রের জন্য লগাই করতে করতে তিনি চলে গেলেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’