খুলনায় ভারতীয় শাড়ি-কাপড় আটক
খুলনার খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আজ সোমবার সকালে ভারতীয় শাড়ি-কাপড় আটক করেছে কোস্টগার্ড।
মংলা কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬টার দিকে খান জাহান আলী ব্রিজ সংলগ্ন ভৈরব নদীর জাবুসা নিমতলা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের রূপসা স্টেশনের সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৪৫ পিস থ্রি পিস, ২২০ পিস শাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ি, থ্রিপিস ও শাল মংলা কাস্টমসে হস্তান্তর করা হবে বলেও জানায় কোস্টগার্ড।