খুঁটির সঙ্গে হানিফ বাসের ধাক্কা, যাত্রীর মৃত্যু
ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজ এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। আজ সোমবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
পঞ্চগড়ের ময়দানদীঘি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া যাচ্ছিল। বাসটি ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নৈশকোচের এক নারী যাত্রী নিহত হন। এ সময় আহত হয় কমপক্ষে ১৭ জন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।