শরীয়তপুরে দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক মালদ্বীপ প্রবাসীর বসতঘর রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাত ৪টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড়কাচনা গ্রামের মালদ্বীপ প্রবাসী কামাল কাজীর বসতঘরটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
অগ্নিকাণ্ডে মালামালসহ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তালাবদ্ধ থাকায় দুর্বৃত্তরা নির্বিঘ্নে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দেয় বলে ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী জান্নাত বেগম অভিযোগ করেন। আগুনে ওই পরিবারের পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল কাজী তিন বছর ধরে মালদ্বীপ থাকেন। তাঁর স্ত্রী জান্নাত বেগম দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন। গতকাল সন্ধ্যায় জান্নাত বেগম দুই সন্তান নিয়ে তালাবন্ধ করে ভাসুর জামাল কাজীর ঘরে ঘুমাতে যান। রাত ৪টার দিকে কে বা কারা ওই বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। এতে মালামালসহ বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী জান্নাত বেগম বলেন, ‘আমার ভাসুর ঢাকায় যাওয়ায় ১১ দিন ধরে বড় ঘরে ঘুমাই। এই সুযোগে কে বা কারা আমার এমন ক্ষতি করেছে আমি জানি না। আমার ঘরের মালামাল সব নিয়ে ঘরে আগুন ধরিয়ে চলে গেছে।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনা নিয়ে ইতিমধ্যে একটা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।