দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগরের মধ্য বেতছড়ি গোরস্তানপাড়া এলাকা থেকে মো. রবি (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক গোরস্তানপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
মঙ্গলবার সকালে পুলিশ একটি গাছের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় রবির লাশ উদ্ধার করে। এ সময় তাঁর দুই পা মাটির সঙ্গে লেগে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সংশয় রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।