চুয়াডাঙ্গায় ক্লিনিক সিলগালা, মালিককে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় ‘নিউ জনসেবা’ নামে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ক্লিনিকটি সিলগালা ও প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। ক্লিনিকে সুনির্দিষ্ট কোনো চিকিৎসক নেই। অস্ত্রোপচার কক্ষের পরিবেশ খুবই নোংরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফারজানা খানম জানান, বেসরকারি প্রাকট্রিস ও ক্লিনিক অধ্যাদেশ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।
ক্লিনিকের মালিক সিরাজুল ইসলাম জানান, তাঁর ক্লিনিকে নিয়মিত একজন ও অনিয়মিত একজন চিকিৎসক রয়েছেন। তবে অস্ত্রোপচার করা রোগীর কোনো তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।