দেশে লাইসেন্সবিহীন ওষুধের দোকান ৮ হাজারেরও বেশি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে লাইসেন্সবিহীন ওষুধের দোকানের সংখ্যা আট হাজারের বেশি। সরকার লাইসেন্সবিহীন ওষুধের দোকান বন্ধ করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধবিরোধী অভিযান অব্যাহত রাখবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সচিবালয়ে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওষুধে ভেজাল মেশানোর ফলে তা প্রাণঘাতী অস্ত্রে পরিণত হয়। খাদ্য ও ওষুধে ভেজাল মেশানো ঘৃণ্য অপরাধ। এই অপরাধীদের জন্য মানুষ যেমন মারা যায়, তেমনি প্রকৃত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি আরো বলেন, ‘খাদ্য ও ওষুধ গ্রহণে মানুষের মধ্যে আস্থার অভাব যেকোনো মূল্যে সরকার দূর করতে চায়। এজন্য ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত সবার সহযোগিতা প্রয়োজন।’
স্বাস্থ্যমন্ত্রী সমিতির নেতাদের উদ্দেশে বলেন, ‘দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখবেন না। সরকারের অভিযানে কেউ অন্যায়ভাবে হয়রানি হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘লাইসেন্সবিহীন দোকান বন্ধ করতে সরকারের উদ্যোগে সহায়তা করলে প্রকৃত ব্যবসায়ীরা উপকৃত হবে।’
সভায় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপদেষ্টা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
৩১১ চিকিৎসককে পদোন্নতি
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার আজ মঙ্গলবার ৩১১ চিকিৎসককে ‘কনসালট্যান্ট’ হিসেবে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কনসালট্যান্টদের সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এরই মধ্যে পদায়ন করা হয়েছে।