রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুর রহিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত রহিম একজন ডাকাত ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দাবি করেন, গতকাল রোববার বিকেলে আবদুর রহিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে নিয়ে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী নামক স্থানে অস্ত্র উদ্ধারে গেলে রাত সাড়ে ৩টার দিকে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
‘এ সময় সহযোগীদের গুলিতে আবদুর রহিম গুরুতর আহত হন। দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিবুর রহমান ও ইমন নামের দুই পুলিশ সদস্য আহত হন। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত আবদুর রহিমের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, ডাকাতি অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।