শরীয়তপুরে লাঠির আঘাতে নিহত ১
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর সমিতির ঘাট এলাকায় মানসিক অসুস্থ আমানউল্লাহ মালতের লাঠির আঘাতে বেলায়েত হোসেন ঢালী (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন ঢালী উপজেলা ঘড়িসার ইউনিয়নের ইছাপাসা গ্রামের বাসিন্দা এবং মানসিক অসুস্থ আমানউল্লাহর বাড়ি একই ইউনিয়নের সুরেশ্বর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ জানায়, সুরেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বেলায়েত। তিনি সুরেশ্বর সমিতির ঘাট মসজিদের সামনে এলে আমানউল্লাহ মালত তাঁকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে বেলায়েত ঢালী মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানান, আমানউল্লাহ মালত একজন মানসিক অসুস্থ রোগী। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে।