চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের দুই কর্মীসহ ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সদর থানায় ১২ জন, শিবগঞ্জ থানায় নয়জন, গোমস্তাপুর থানায় তিনজন, নাচোল থানায় দুজন ও ভোলাহাট থানায় চারজনকে রাখা হয়েছে। তাঁদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকমল হোসেন জানান, নাশকতার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ অভিযানের অংশ হিসেবেই গতকাল রাতে জেলায় এই অভিযান চালানো হয়। এতে জামায়াতের দুই কর্মীসহ এই ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।